বর্তমান সময়ে আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে একটি দুর্দান্ত প্যাকেজ যুক্ত স্মার্টফোন কিনতে চান যেমন: ভালো ডিজাইন, ভালো ক্যামেরা, ভালো গেমিং করা যেতে হবে তাহলে আজকের এই পোষ্ট আপনারই জন্য। আজকের এই পোষ্টে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত ২০ হাজার টাকার মধ্যে কয়েকটি ভালো ফোন কিনার পরামর্শ দিব যে ফোনগুলো হয়তো আপনার চাহিদাগুলো পূরনে সক্ষম হবে।
ফোনটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হলেও এখন পর্যন্ত এটি ভ্যালু ফর ম্যানই। ফোনটি আনবক্স করলে বক্সের ভিতরে পাবেন ২০ওয়াটের একটি চার্জার, এবং usb type c কেবল। ফোনটির ওজন ১৮১ গ্রাম, পূরুত্ত্ব ৮মিলিমিটার। ফোনটির ডিজাইনে বেশ সিম্পল, এলিগেন্ট এবং একটা কর্পোরেট ভাব রয়েছে। ফোনটিতে রয়েছে IP52 রেটিং, সাইড মাউন্টেন ফিংগার প্রিন্ট সেন্সস রয়েছে যা বেশ ভালো এবং দ্রুত কাজ করে। এখানে হাইব্রিড সিম ট্রেতে দুইটা সিম কার্ডের পাশাপাশি ১টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল SD কার্ড লাগানোর সুবিধা রয়েছে। এছাড়াও ৩.৫ mm হেডফোন জ্যাক সহ মোটামুটি সব কিছুই অ্যাভেইলএবল রয়েছে। ফোনটির সবথেকে বড় ধামাকা হলো এর চিপসেট। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট যা ৬ন্যানোমিটারে ফ্যাব্রিকেশন করা। এর ক্লকস্পিড হলো ২.২ গিগাহার্জ। সেলফি ক্যামেরা একটু হতাশ করলেও রেয়ার ক্যামেরার ফটো কোয়ালটি যথেষ্ট প্রশংসনীয়। নাইট ফটোও বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন। ২০ ওয়াটের চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় ১ঘন্টা ৩০ মিনিটের মত। একবার ফুল চার্জের পর মোটামুটি ৫/৬ ঘন্টা গেমিং করা যায়। ফোনটি ৪/১২৮ ও ৮/১২৮ এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
Samsung Galaxy M14 4G:
Samsung Galaxy M14 4G
এই ফোনটি ৭ মার্চ ২০২৪ এ লঞ্চ হয়েছে। ফোনটিতে পাচ্ছেন ৯০ হার্জের ফুল এইডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনে ১৩ টি ৫ জি ব্যান্ড রয়েছে, যা এই দামের রেন্জে সমীহ করার মত। এছাড়াও এই দামে গরিলা গ্লাস প্ররেকশন রয়েছে যা কল্পনাতীত। এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি, যা ফুল চার্জ করার জন্য আপনি পাবেন ২৫ ওয়াটের একটি চার্জার। সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন সুবিধাও যুক্ত করা আছে এই ফোনে যা লোকালয়ে কথা বলার সময় বেশ ভালো কাজ করে, এছাড়াও ভয়েস ফোকাসমুড থাকায় আপনার অপর প্রান্তের মানুষ আপনার কথা শুনতে পাবে খুব স্পষ্ট। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। ফোনটিতে পাবেন দুই বছরের অ্যান্ড্রয়েট আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনে রয়েছে Konx সিকিউরিটি, যা অতি উচ্চ সিকিউরটি সুবিধা দিবে আপনাকে। সীম ট্রেতে দুটো ৫ জি সীমের সাথে একটি এক্সটার্নাল মেমরিকার্ড ব্যাবহার করা যাবে। এই বাজেটের ফোনের মধ্যে এটি আপনাকে যথেষ্ট ভালো ক্যামেরা পারফর্মেন্স দিবে। ফোনটি ৪/৬৪ ও ৬/১২৮ এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যাদের দাম পড়বে যথাক্রমে ১৬,৯৯৯ এবং ১৯,৬৯৯ টাকা
Vivo iQOO Z9 Lite:
Vivo iQOO Z9 Lite
২০ জুলাই ২০২৪ এ লঞ্চ হওয়া এই ফোনটিতে রয়েছে ফাস্টেস্ট ৫জি ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফোনটির ওজন মাত্র ১৮৫ গ্রাম। ফোনটিতে আইপি ৬৪ রেটিংএর মত প্রিমিয়াম ফিচার রয়েছে। এত কম বাজেটে এই প্রথম কোনো ফোনে সনির AI সেন্সর। যুক্ত ক্যামেরা দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৬.৫ ইন্চির ৯০ হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির ব্যাটারি ৫০০০ mAh যা চার্জ করার জন্য থাকছে ১৫ ওয়াটের চার্জার। ফোনটিতে দু়ই বছরের অ্যান্ড্রয়েট আপডেট ও ৩বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। iqoo এর স্পেশাল ডায়নামিক ওডিও বুষ্টার আছে যা দ্বারা স্পিকারের সাউন্ড ১৫০% পর্যন্ত বৃদ্ধি করা যায়। ফোনটি ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে যার দাম পরছে ১৭,৯৯৯ টাকা।
শেষকথাঃবিক্রি পরবর্তী সেবা এবং ইউজার ফ্রেন্ডলি ইউআই হউয়ায় আমি বাক্তিগত ভাবে স্যামসাঙ ব্রান্ড পছন্দ করি।
Quick Tips 24 এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url