মূল পাতা (গৃহ শিক্ষক)
আস-সালামুআলাইকুম, সম্মানিত পাঠক, আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন, তার মানে সম্ভবত আপনি একজন স্টুডেন্ট/অভিভাবক, কিংবা হতে পারে আপনি একজন টিউশন প্রত্যাশী টিচার। আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই ওয়েবসাইট আপনার জন্যই।
সম্মানিত অভিভাবক,
আপনি হয়ত আপনার ছেলে/মেয়ের জন্য একজন ভালো গৃহ শিক্ষক খুঁজতে খুঁজতে পেরেশানিতে আছেন। এই ক্ষেত্রে আপনি হয়ত আত্মীয়-স্বজন, পাড়া-পড়শি কিংবা কোনও টিউশন মিডিয়া থেকে হেল্প নিয়েও আপনার সন্তানকে ভালো কোনো গৃহ শিক্ষক দিতে বার্থ হচ্ছেন বারবার। আপনার এই সমস্যা সমাধানের লক্ষে আমরা আপনার জন্য নিয়ে এসেছি বিশেষ বাবস্থা।
এখন পাড়া-পড়শি, আত্মীয়-স্বজন বা টিউশন মিডিয়ার দ্বারে ঘুরে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার সন্তানের জন্য হায়ার করতে পারেন নামকরা প্রতিষ্ঠানের অভিজ্ঞ সব গৃহশিক্ষক।
আমাদের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে আপনি যেসব সুবিধা পাবেনঃ
- ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সন্তানের জন্য এক্সপার্ট গৃহ শিক্ষক হায়ার করা সম্ভব।
- আমাদের ওয়েবসাইটে কয়েকশো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গৃহ শিক্ষকের প্রোফাইল দেওয়া রয়েছে।
- প্রতিটি গৃহশিক্ষক যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।
- আপনি চাইলেঃ
- সরাসরি ফোন কলের মাধ্যমে পছন্দের শিক্ষকের সাথে কথা বলে তাকে হায়ার করতে পারেন। (কিভাবে নিজে টিচার হায়ার করবেন)
- আমাদের মাধ্যমেও উক্ত শিক্ষক এর সাথে যোগাযোগ করিয়ে নিতে পারেন।
- তবে আমাদের মাধ্যমে যোগাযোগ করাতে চাইলে কিছু শর্তাবলী রয়েছে।
- শর্তাবলি জানতে এখানে ক্লিক করুন (আমাদের মাধ্যমে হায়ার করার নিয়ম) অথবা নাম্বারের উপর ক্লিক করে কল করুন। 01323750099।
☆☆☆আমাদের ওয়েবসাইটে পর্যাপ্ত মহিলা শিক্ষক ও রয়েছে।
Quick Tips 24 এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url